আমি! তবুও আমি !
কেমন যেন লক্ষীপুজোর ল্যাবড়া ভোগ,
স্বাদে গন্ধে হোঁচট খাওয়া শোক ।
কেউ তা জানে
মুদে আঁখি গণ্ডূষ জল ছিটোয় এখন তর্পণে,
আমার বন্ধুরা ;
হারিয়ে যাওয়া স্মৃতির মাঝে
দুর আকাশে
ঝিলিক উঁকির তারা ।
কোশাকুশির জলে চলে
নিতিদিনের আচমন
মন খারাপের গল্প শুনি যেমন ।
আলো-আঁধারের নাটশালে
রুপোলি থালা চাঁদে, রাহুগ্রাস ;
চিত্রপটে লেজ নাড়ানো ভক্ত পথের কুকুর -
নায়ক তবে বড্ড সেকেলে
ভরপুর প্রেম মহিমায় উদাস ।
এবং তবুও আমি !
সেই ক্রান্তিকারী লোক ।
ভাসা ভাসা ঐ ছায়ার মায়া
বিকেল থেকে সন্ধ্যে নামে এখন
মনের লাগাম সরিয়ে পর্দা
আকাশ দেখার লগন……
যদি বা হয় শিকল ছেঁড়া দুস্তর সম্ভোগ।