অফিস কাছারি অতি প্রিয় পাড়া
মানসপটে ওরা যে অধরা
তাইতে এখন পারছি না আজ চিনতে ।
—--- —----- —---
কেউ ডেকেছিল এই তো সেদিন
হাত তুলে রাস্তায় ।
ভ্যাবাচাকা খেয়ে ভেবেছি, শুধুই ভেবেছি
কী নামে ওকে যে ডাকি!
হিজিবিজি ছবি রঙ সাদাকালো
কাটাছেঁড়া মন-পর্দায় ।
খালি মনে হয় ওরা কেউ নয়
ছিল পাশে কোন দিন
ফ্যালফেলে চোখ……
বুঝি অশালীন ।
—----- —---- —-----
আকাশ আজ ঝঞ্ঝা উতলা, বাতাস হয়েছে ভারী ;
আলোক কণার বিচিত্র ছটা নজর স্বপ্নচারি ।
চেতনা দেখেছে অপরূপ সাজ,
ভুলেছে মুকুট স্বার্থের ভাঁজ ;
গুবরে পোকার আওয়াজ শুনেছে…
ঘন আঁধারেও ঝিকিমিকি আলো
বোধ হয় নভোচারী ।
স্মৃতি ভুলে যায় প্রযোজ্যতা
আয়নায় ফিরে নিজেকে দেখা ।
একাসনে বসে ভাবনা একটা
“আমি কি সত্যি এই’।