শীত কালীন লাজুক সাঁঝে
উড়াল-পুলে রেলিঙ গায়ে
বেরসিক ভাবনা কাঁধে ,
ল্যাপটপ সাথী ।
ঠেসা-ঠেসি মেট্রো ভীড়ে -
সমীর, সমর, বরুণ, অধীর
কনুই চাপে গুতো ।
ইকিড়-মিকিড় বুটিং খেলা
প্রতীক্ষার চোখ ;
ভেজা কুয়াশা, আবির লালে
গোলাপ কুঁড়ি, গুগলি !
ছুঁড়ে ঘুঁটি পছন্দের ঘর,
ব্যাঙ লাফানো এক্কা-দোক্কা
জীবন কাহিনী ।
নির্ভেজাল চ্যাপ্টা ধাতু
মুদ্রা ক’টা টাকা ;
পাল তোলা ডিঙি নিয়ে
আরব সাগর পাড়ি ।
গঙ্গাপ্রাপ্তি নীল সাদা ছাদ
নড়বড়ে কার্নিশ ;
লাট খাওয়া প্রেম
সেলফি সরব......
আমি একটা কবি ।