জনমতে সকলের সায়
মাপজোকে স্বীকৃত নথি ।
জনপদে লম্বা সে বিছে
কোলাহলে পার হয়, নীরব দৃষ্টি ।
শেষ শীত মরা পাতা ঝাঁঝ,
চনমনে হাওয়ায় ।
কুহেলিকা বসন্তের রঙীন আঁচল
এই দেখি, আবার হারায় ।
শাটারে আঙুল ছিল শিক্ষানবিশ ;
ছবি তাই অসুস্থ অতীত ।
বড়ই মিষ্টি ছিল দোয়েলের শিষ
সুরে সুর মিলে নিরুপায় ।
বন্ধনী জটিলতা সরলীকরণে,
ধাপে ধাপে ভেঙে নিয়ে এগিয়ে চলা
গণিতের সঙ্গতে রসময়ী কলা ।
দৃষ্টি পেয়েছে সুখ, তোমার মুখে,
চিন্তায় শিথিলতা একটু হাসা ;
কৌশলী চোখ চেনে, কোকিলের বাসা ।
আলোকের ঝলকানি দৃষ্টি শঠতা ।