অগোচরে যায় অরুণাভ তেজ
গোবেচারা তারা
'টুকি' বলে ওঠে ডেকে
নীচের আকাশে ছোট ছোট পাখি
এ গাছে সে গাছে দুরন্তপনা
কিচিরমিচির ডাকে ।
কত সেই কথা কবিতা ও ছড়া
বিঁধেছে মনের মাঝে
হাঁপ ধরে গেছে তবুও কেন যে
শুনতে চেয়েছি, বলেছি -
শব্দটা করো জোরে ;
লাগাও কামড় হেথায় হোথায়
আঁচড় কাটো নখের আগায়
যতটাই হাত যায় -
আদরে সোহাগে তুফান তুলুক
শরীরের ফাঁক ফোকড়ে ।
বইছে বাতাস মন্দ কিসে
ব্যালকনি গ্রিল ঝলসে ওঠে
চাঁদের আলোর আবছা খুশি
অবাধ লুটোপুটি ।
দুুর ওই ক্ষেতে গোধুলির ছায়া
পাতাদের নাচে রচে প্রিয় মায়া
মিষ্টি সময় অগোছালো কথা
নির্বোধ কাটাকুটি ।
যে কথা বলিনি কাউকে কখনও
বাঁচার দাবীটা ভেবেও……
বলতেই পারি কেবল তোমাকে
চরম অভাগা জেনেও ।