বর্ষা-শরৎ মেশা -
হিমেল হাওয়া ঘিরে
ব্র্যাকিওসেফালিক (ধমনী) বেয়ে,
ধীরে অতি ধীরে……
ছোট ছোট ধারায় তারা হাঁটছে ।
আবার আর এক গলি
গরু, ছাগল, বিড়াল, কুকুর,
পচন ধরা উঁচু আস্তাকুঁড়
বিস্তর জীব ও মানব
ফল, ফুল ও কলি
সবাই তারা ভাবছে, আবার হাঁটছে ।
কলেজ স্ট্রীট ‘কফি হাউস’
চুমুক দিয়েছিলাম - গরম কফির কাপে ;
ভরাট গলায় গল্প হয়েছিল –
কল্পনার স্বপ্ন নিয়ে শপথ ।
বিন্তি তাসের খেলা ;
রাগ বেহাগেও ব্যথা
আজ না হয়, থাক সে কথা, ।
কিন্তু বললামটা কই !
ফুটপথের কোণে কোণে, আরও কফি-শপ
গিলেছিলাম ঠাণ্ডা-গরম কফি
ওদের সাথে
যারা কেবল, তাল-বেতালে হাঁটছে ।
কিছু নয়তো নিদেন পক্ষে দশটা বছর হবে
ঐ গাভীটা আজও গর্ভবতী ।
বুকের পাঁজর পলাশ দোলেও কাঁপছে
তবুও সে হাঁটছে ।
মার্কামারা দুষ্টু যারা হাঁটে,
এখন বরং তাদের কথা কই…
বাঁটছে প্রেম সই ;
লোকসভায় হাততালিতে
মাতিয়ে হইচই ।
কিছু নয়তো নিদেন পক্ষে দশটা বছর হবে,
ঐ গাভীটা আজও গর্ভবতী ।
কল্পনার শপথ ভাসে - গরম কফির ধোঁয়ায়
সাহস নিয়ে আজও বলি কই ?
‘ব্র্যাকিওসেফালিক ধমনী’ - হৃৎপিণ্ড থেকে ডান হাত, মাথা এবং ঘাড়ে রক্ত নিয়ে আসে।