তুমি দেখতে ভারী সুন্দর
তোমাকে খুলতেই অন্য রকম একটি ঘ্রাণ পাই তোমার মাঝে,
জানো তো, সেই ছোট্টটি থেকে তোমাকে পড়তে আমার ভীষণ ভালো লাগে।
দুনিয়ার ব্যস্ততা কাটিয়ে যখন স্থীর হই তখন তুমি আমার সাথে থাকো
তোমাকে পড়তে পড়তে ঘুমিয়ে পড়ি আমি।
আমি খুব আনন্দপিপাসু
তাই তো তুমি আমার ভীষণ ভালো বন্ধু
তুমিই দিতে পারো আমায়
বিশ্ব জগতে বিচরণের স্বাদ
তোমার জন্যই পারছি জানতে জ্ঞান বিজ্ঞানের তত্ত্ব
তুমি বিকশিত করছো আমার ভিতর ও বাহির
বিনোদনের বিশাল ভান্ডার রয়েছে তোমার মাঝে
প্রেম ভালোবাসার ছোঁয়া পাই তোমার থেকে
তুমি আমায় সমৃদ্ধ করছো বিরামহীন ভাবে।
জানো, যখন আমি তোমার থেকে কবিতা পড়ি
আমি হারিয়ে যাই দূর থেকে বহুদূরে
আমার প্রিয়াকে নিয়ে
কখনো আকাশে কখনো সমুদ্রের তলদেশে
কখনো আবার বাঙলো বাড়ির বাগানে
সেদিন তো চলে গিয়েছিলাম সুন্দরবনে
আমরা দু'জন কাছ থেকে দেখেছি নানান বনজাত
হাতি, শিয়াল, হরিণ ও পঙ্খিরাজ।
তুমি তো আমার সেই মৌমাছি
যে কিনা সুন্দর সুন্দর মন থেকে মধু এনে জমা করো তোমার মাঝে
যেখান থেকে আমি আস্বাদন করি মধু
আর তৃপ্ত করি মনের সাধ।
তুমি আমার সাথে থাকা মানে
একটা বিশাল সবুজে ঘেরা বাগান আমার সাথে থাকা
যেখান থেকে আমি নির্মল বাতাসে
দীর্ঘ শ্বাস নিতে পারি।
তোমাকে পড়তে পারা মানে বিশ্বজগতের জ্ঞানী গুনীদের সাথে থাকতে পারা।
তুমি অফুরন্ত আনন্দের উৎস
মনকে করো উন্নত, জীবনে সঞ্চার করো প্রাণশক্তি
মানুষের মনকে করো জাগ্রত
এনে দেও বৈচিত্র্য
তাই তো তুমি আমার প্রিয় বন্ধু এবং এটাই সত্য।