থাকলে বুঝেনা কেউ,
নীরবতার মাঝে লুকিয়ে থাকা ব্যথা,
চোখের পলকে গলে যায় দিন,
তবু অভাবের গল্প কেবল বুকেই জমে থাকা।
যতদিন কাছে থাকে,
ততদিন বোঝা হয় না তাকে,
একদিন হঠাৎ যখন হারিয়ে যায়,
তখনি খুঁজে ফিরি তার মলিন চিহ্ন মায়ায়।
থাকলে বুঝেনা কেউ,
বিলীন হতে হতে একদিন ফুরিয়ে যায়,
তবু কথা ছিল, কিছু বলার ছিল,
যা থেকে যায় অজানা ঝড়ের কোলাহল।
তোমাকে থাকতেই বুঝতে হবে,
পাছে না হারিয়ে ফেলি সময়ের হাওয়ায়,
থাকলে বোঝো, বুঝতে শিখো,
যেন তোমার অস্তিত্ব একদিন ছায়া না হয়।