একদিন এক ভোরবেলায় হেঁটে যাচ্ছিলাম
হাতে হাত ধরে,
হঠাৎ করেই থমকে গেলাম তোমার ঝরে পড়া দেখে
তুমি আমায় ইশারায় বললে চুপিচুপি
নিয়ে নেও আমায় তোমার মুঠি ভরে
আহা, কি সুন্দর করে ঝরে পড়ছো তুমি ধরনীর বুকে
আমি দু'হাত ভরে তুলে নিলাম তোমায়
আমার আঁচল পেতে।
তুমি বললে আমায়, দেও গেঁথে মালা
আমি পড়িয়ে দেবো চুলের খোঁপায়
ভালোবাসার শিউলী ফুলের মালা,
তুমি তো খোঁপা সাজিয়ে রেখেছো যুগ যুগ ধরে
আমার ভালোবাসার পরশ নেবার তরে।
মালা গেঁথে রেখেছি আমার আঁচল ভরা সুখে
সাজিয়ে দিলে একটি একটি করে সারা অঙ্গ জুড়ে
তাকিয়ে তাকিয়ে দেখছো তুমি তোমার রানীকে,
আর বলছো তুমি মহাসুখে
দুনিয়ায় সবচেয়ে বেশি সুন্দর লাগে আমার শিউলী রানীকে!
মন আমার হয়ে গেছে তখন থেকেই শিউলী প্রেমী
আর আমি হয়ে গেছি তোমার রানী শুধুই তোমার রানী!