আজ সেই দিন যেদিন আমার পূর্ণতার জন্মদিন
লিখছি মা এক নতুন গান,
তুমি এলে জীবনে, যেন পূর্ণ হলো সব আয়োজন।
তোমার আগমনে মুছে গেলো আমার সকল শূন্যতা,
তুমি যে আমাদের জীবনের প্রতিটা মুহূর্তের পূর্ণতা।

জান পাখিটার  জন্মদিনে আজ খুশির মেলা,
তুমি এলে জীবনে সব রঙ যেন হলো খেলা।
তোমার মিষ্টি হাসিতে ভরে উঠলো এই বসুন্ধরা,
তুমি যে আমাদের জীবনের সব চেয়ে বড় ধ্রুবতারা।

তোমার হাসিতে ভরলো হৃদয়ের খালি কোণ,
তোমার ভালোবাসায় মিলল জীবনের সকল ঋণ।
তুমি থেকো চিরকাল, আলোকিত করো সব,
তুমি যে আমাদের জীবন-সুখের সেরা উৎসব!

দুটি ভাই এর আদরের একটি মাত্র বোন তুমি
সকলে প্রিয় মধ্যমনি
তাই তো ভাইয়েদের কত আয়োজন
তোমায় নিয়ে গড়বে তারা সুখের আবাসন।

পূর্ণতার এই দিনে আশীর্বাদ রইলো,
তোমার জীবন যেন হয় আনন্দে ভরা,
তুমি এগিয়ে যাও তোমার স্বপ্নের পথে,
তোমার আলোয় উজ্জ্বল হোক এই পৃথিবী সত্ত্বা।