জীবনের কঠিন সময়গুলোতে
কাউকে খুঁজে পাওয়া যায়না,
একদিন যে বলেছিলো আজীবন থাকবো পাশে
সেও থাকেনা সেই  সময়গুলোতে।

খুব খারাপ সময়ের নীল কষ্ট গুলোকে আড়াল করে রাখতে হয় এমন ভাবে যে,
দেয়ালেরও কান আছে
জেনে গেলেই খোঁচা দিবে
জলপট্টির স্থলে দিবে নুনের ছিটা।

জীবনের সেই কঠিন সময়ে
তাই ধৈর্যের সাথে মোকাবিলা করতে হয়
শক্ত হতে হয়, নিজেকে বোঝাতে হয়
এতো সামান্য বাতাসে ঝরে যেতে নেই
ভেঙে যেতে নেই অমন হালকা আঘাতে।


পুড়ে ছারখার হয় যদিও মনের বন
তারপরও জানতে দিওনা তোমার রক্তক্ষরণ
জীবন নামের এই নৌকো
একাই করে যেতে হবে বহন
তাই জীবনের নীল  কষ্ট গুলো রাখতে হবে অতি গোপন।