যদিও সমাজে অনেক পরিবর্তন
তারপরও ভবিষ্যৎ প্রজন্মকে ভালো মানুষ হিসেবে গড়ে তুলার ভাবনার যেন নেই শেষ।
পড়াশোনা করলেই যদি মানুষ হওয়া যেতো
তাহলে ভাবনার সাগরে নিমজ্জিত হতে হতোনা কারও।
প্রকৃত মানুষ হতে হলে মূল্যবোধ, মানবিকতা, আর নৈতিকতার শিক্ষাটাও সমানভাবে গুরুত্বপূর্ণ।
সকলে দেখি, ছোট ছোট বাচ্চারা প্রযুক্তির দুনিয়ায়
দিনদিন ডুবে যাচ্ছে শুধু , তাদের চারপাশের মানুষদের সাথে যোগাযোগ করার সময়ই নেই
পরিবার, সমাজের সাথে সংযোগ না থাকলে ভালো মানুষ হওয়া কতো না কঠিন।
একাডেমিক সফলতার দিকে ঠেলে দিলেই কি সফল হয়েছে বলতে পারি? তাদের মাঝে সহানুভূতি, উদারতা, আর দায়িত্ববোধের গুণাবলি তৈরি করাও জরুরি, এটা না হলে ভবিষ্যৎ প্রজন্ম হিসেবে দায়িত্ববান নাগরিকের তালিকা থেকে হবে তাদের বিচ্যুতি।
তাইতো ছোট থেকেই তাদের মধ্যে নৈতিক শিক্ষা দিতে হবে তারা যেন জানে সঠিক-ভুলের পার্থক্য, অন্যের প্রতি শ্রদ্ধা কীভাবে করতে হয়, আর সমাজের প্রতি তাদের দায়িত্ব কী।
এজন্য আমাদের নিজেদেরও আচরণ করি শুদ্ধ , কথায় নয়, কাজ দিয়ে তাদের শিখতে দেই
যদি আমরা সৎ হই, সহমর্মী হই, তাহলে তারাও আমাদের পথের হবে পথিক।