শরতের বিকেল বেলায়
আলতো হাওয়া খেলে যায়,
কাশবনের সাদা ফুলে
রোদ্দুর মেখে নদীর তীরে,
স্বপ্নেরা চুপিচুপি হাসে,
পথের ধারে হলুদ শিউলি,
বাতাসে তার মিষ্টি ঘ্রাণ,
মনে হয় যেন প্রতিটা বিকেল,
নিয়ে আসে এক নতুন গান।

মাটির গন্ধ, নদীর কলতান,
বুকের ভেতর ছুঁয়ে যায়,
শরতের বিকেল আপন মনে,
হৃদয় জুড়ে স্বপ্ন বাঁধায়
পাখিরা গান ধরে মৃদু সুরে,
শাম্মিও খেলে আপন মনে
শুভ্র সাদা মেঘের সাথে যেন
সক্ষ্যতায় মেশে কাশের গুচ্ছে

কাশের মতোই স্বচ্ছতায় ছেয়ে
শাম্মি আমার এগিয়ে যায় ধেয়ে
এমনি করেই থাকো তুমি
ভালোবেসে নেচে গেয়ে
দূরের আকাশে রঙের মেলা,
নীল-সাদায় শাড়ীতে পরীরা
মনের আকাশে প্রশান্তির ছোঁয়া
শরতে শাম্মি  এক মিষ্টি কবিতা।