আর যদি দেখা না হয়
মন খারাপ করোনা প্রিয়
আমাকে খুঁজে পাবে মোহনার তীরে বকুল তলায়
শীতের সকালে গোলাপি সোয়েটার পড়ে বসে থাকবো তোমার অপেক্ষায় ধোঁয়া উঠা চায়ের পেয়ালায়।
আমাকে দেখতে পাবে লাইফ ইজ সিম্পলে এই মে মাসের সেই কথায়
কি ভাগ্য দেখো,  শুরু ও শেষ হলো মে মাসের এই বেলায়।
আমি থাকবো ঝুম বৃষ্টির শব্দের মাঝে
থাকবো না শুধু সেই বারান্দায়।
থাকবো আমি বাঙলো বাড়ির প্রতিটি পাখি ও প্রজাপতির ডানায়
ছুঁতে গেলে মিলিয়ে যাবো অসীম নীলিমায়।
হয়তো আর থাকবো না
নতুন করে  কারও কবিতা কিংবা গল্প বলায়
কিন্তু আমাকে পাবে
তোমার প্রতিটি গল্প ও কবিতার বর্ণমালায়
যেগুলোতে ছোঁয়া আছে শুধু আমার।
যখন যাবে সমুদ্রে কিংবা ঝর্ণাধারায়
তখন তোমার চারপাশে ঘিরে থাকবে আমার ছায়া
হাত বাড়িয়ে ছুঁতে গেলে হারিয়ে যাবো দূর অজানায়।
যখন দেখবে স্বপ্নের মাঝে আসা বন্ধ হয়ে গেছে আমার, তাহলে ধরে নিও
জীবন বাতি নিভে গেছে আমার
চিরতরে পাড়ি দিয়েছি সেই দূর অজানায়।
বিদায় বেলায় বলে যেতে চাই
আমাকে ভুলে যাবার চেষ্টা করেও বৃথা যাবে তোমার
কারণ আমি যে আছি তোমার প্রতিটি শিরা উপশিরায়।