বাবা, যখন তোমাকে ভীষণ অনুভব করি
তখন দেখি ঐ আকাশটাকে
মনে হয় এই আকাশের মতোই তুমি দূরে থেকেও
আমাদের সকলকে তোমার ছায়াময় আদর্শে আগলে রাখছো।

জানো বাবা!  আমি এখনো চলার পথে তোমাকে অনুসরণ করে চলি
মনে হয় তুমি আছো
আমাকে বলছো এভাবে করো, এটা করো, ঐটা করো না।

আজ সকাল থেকেই তোমার সাথে কথা বলছি একটু বেশিই,
আজই তো গেলে তুমি তোমার আসল ঠিকানায়,
জানিনা, আমিও যখন যাবো তখন তোমার সাথে দেখা হবে কিনা!
তবে যদি আল্লাহপাক সেই সুযোগটি দেন
তবে আমি কিন্তু তোমার বুকে মাথা রেখে অনেক্ষণ ঘুমাবো, আমি যে ভীষণ ক্লান্ত বাবা!

জানো বাবা!
আমাদের সুজন তোমার মতোই নিজেকে বিলিয়ে দিচ্ছে সবার জন্য
কেউ তাকে বলেনি, সে নিজ থেকেই করছে
তোমার ছেলে তো তাই নিঃশেষ হতে ভীষণ পছন্দ
তুমি ওর জন্য একটু বেশি দোয়া করো যেন আল্লাহপাক তাকে সুস্থ রাখে তার পরিবারের সকলের সাথে।

সোহেলের জন্য বুকটা ভীষণ কাঁদে
অনেক কষ্ট ওর, আমাদের আলভিকে যেন আল্লাহ সুস্থ করে দিন তুমি কিন্তু আল্লাহকে বিশেষ করে বলে দিও কেমন!

জানো বাবা!  
তোমার ছোট্ট শান্ত, আজ অনেক বড় হয়েছে
আমি এখনো দেখি তুমি তাকে কোলে নিয়ে হাজারও গান গেয়ে হেঁটে হেটে ঘুম পারাচ্ছো
আমাদের শান্তও নতুন জীবনে পা দিতে যাচ্ছে
অনেক সুস্থ ও সুন্দর জীবন যেন ওর হয় তুমি আশির্বাদ করো।

নিনু টাও আজকাল অনেক অসুস্থ থাকে
আমার আর এসব দেখতে ভালো লাগেনা বাবা!
তুমি আল্লাহকে বলো ওকেও যেন আল্লাহ শীঘ্রই সুস্থ করে দেয়, তুমি তো জানো সে আমাদের সবাইকে মাতিয়ে রাখে তার হাসি ও খুনসুটিতে।

বহুদিন হয়ে গেলো তুমি
নেই এই মাটির পৃথিবীতে
কিন্তু আম্মু এখনও আগলে চলেছে তোমার সকল সৃষ্টিকে তোমাকে অনুভব করে।
তুমি এবং আম্মু আমাদের সুপার হিরো!

তুমি ছিলে একজন সৎ সরকারি অফিসার
তুমি ছিলে একজন বীর মুক্তিযোদ্ধা,
সদা হাস্যমুখ, মিশুক প্রকৃতির
খানিকটা গাম্ভীর্যের অধিকারী ও ছিলে তুমি।
তাইতো পরিবার থেকে শুরু করে
পাড়ার সকলে  কতোটা শ্রদ্ধা ও সম্মান
করতো তোমাকে।
যেকোনো পরিস্থিতিতে মজুমদার সাহেব সব সামাল দিতে পারবে এটাই ভাবতো সকলে,
বটবৃক্ষের ছায়ার মতো আগলে রেখেছো
তুমি সকলেরে।

বাবা হারানোর শোক কতোটা কষ্টের,
কতোটা দম বন্ধ হওয়ার,
তা শুধু পিতৃহীনরাই জানে।

বাবা তোমার আদর্শ, তোমার সততা
তোমার নৈতিকতা আমার কাছে অতুলনীয়
যাদের বাবা আছে তারা জানেনা
বাবার ছায়া তার সন্তানের জন্য
কতোটা গুরুত্বপূর্ণ।
বাবা তোমার আদর, স্নেহ ভালোবাসা
আজও আমার স্মৃতিতে
সতেজ হয়ে ভাসছে।
আমি ভুলিনি, ভুলে যেতে পারিনি বাবা
তোমার আমার কাছে ছুটে আসা
মনের যতো অব্যক্ত কথা
শুধু তোমার রুনুর কাছে বলে যাওয়া।
খুব মিস করছি খুব খুব বাবা,
যাদের বাবা নেই
কেবল শুধু তারাই জানে
বাবা হীন পৃথিবীটা কতেটা ওজনে ভাড়ী হয়।

হে আল্লাহপাক দয়া করো তুমি
দয়া করো তুমি আমার বাবাকে,
অশ্রু সিক্ত নয়নে
আজ তোমার কাছে আমার আকুল ফরিয়াদ
আমার বাবাকে তুমি জান্নাতুল ফেরদৌস
নসীব করো মাবূদ।