আজ তুমি নেই কাছে
তবুও আছো তুমি আমার জীবন পাতার প্রতিটি পঙক্তি মালায়, সারাদিনের ব্যস্ততা শেষে রাতের নির্জনতায়
তবুও আছো তুমি আমার অন্তরাত্মায়।
হয়তো আজ আছি আমি একা
নেই তোমার পদচারণা আমার সাথে
তাতে কি প্রিয়, তুমি যে আমার কবিতা
আমারই শুকতারা।
আজ-ও যাই ছুটে বৃষ্টি ভেজা বারান্দায়
কবিতা পাঠে ডুবে যাই নিমগ্নতায়
প্রতিটি চরণে তোমার স্পর্শ খুঁজে পাই
মিলনে যা নেই, বিরহে বেড়ে যায় সেই সুখ শতগুণ
আমি জানি তুমিও অনুভব করো সেই ফাগুন।
কষ্টের তুষার পাহাড় হয়তো গড়েছে এই বুকে
কিন্তু তোমার আমার ভালোবাসার স্মৃতিতে আমি ভাসি মহাসুখে, তুমি আছো যে আমার হৃদয় মাঝে
না পাওয়ার বেদনায় হয়তো কুঁকড়ে যাচ্ছি আমি
জেনে শুনে করছি তোমার ভালোবাসার বিষপান
হয়তো একদিন প্রকৃতির নিদারুণ বাস্তবতায় পাড়ি দিবো ওপারে, হবে এর অবসান।