রাত যত গভীর হয়
শীত তত বাড়ে,
মাঠে মাঠে সরিষার ফুল
সবার নজর কাড়ে।
ভোরে কুয়াশা আচ্ছন্ন থাকে চারিপাশ,
শিশির ফোটায় ভিজে থাকে সবুজ ঘাস।
শীতের সকালে সবাই রোদ পোহায় উঠানে,
কনকনে ঠাণ্ডা হাওয়া ভেসে আসে ক্ষণেক্ষণে।
শীত যেন এক পিঠার বাহার,
নানান পিঠার উৎসব চলে ঘরে ঘরে সবার।