চাহনিতে রাত্রি কাটে ঘুমিয়ে বেলা হয় শেষ
এভাবেই দিনকাল চলছে বেশ।
কতোদিন দেখি না পূর্ব গগনে
উদিত হওয়া লাল রবি,
দেখা হয়না লাঙল কাঁধে
গ্রামীণ মেঠো পথে হেটে যাওয়া কৃষিজীবী।
কতোদিন শরীরে লাগে না গ্রামীণ প্রকৃতির সকালের সেই বিশুদ্ধ বাতাস,
এই শহরের বিষাক্ত ধোয়াই ক্ষণেক্ষণে যেন বন্ধ হয়ে আসে নিশ্বাস।
অনেকদিন দেখা হয়না নতুন রোপিত হওয়া
ফসলের মাঠ চির সবুজ,
মনে হয় কতকাল যেন দুপুরে
ঠিক সময়ে করিনি মধ্যাহ্ন ভোজ।
এভাবেই দিন যায় রাত আসে
সময়কে করছি হেলা,
এভাবেই কেটে যায়
আমার সারা বেলা।