তুমি আমার নিঃসঙ্গ পথ
যেখানে কখনো আবির্ভূত হয় ভয়
কখনো একদন্ড প্রশান্তি
অথবা মনে অযাচিত সংশয়।

কখনো মনে হয় এই নির্জন পথে
যদি কামড়ে দেয় রাস্তার
হিংস্র শেয়াল কুকুর?
যদি চাঁদাবাজ চালায় খুর?

তাই বড্ড ভয় হয়;
যদি এসে ফেলে যাও নিঃসঙ্গ এই পথে?
অস্বাভাবিক পালস হয় হৃৎপিণ্ডে?
যদি তোমার সুভাস মিশে যায় রক্তে?

আবার ভাবি হৃদয় বিক্রি করে কি লাভ?
বরং হারিয়ে যাই নিশির নীরবতায়,
একান্ত নিজের সাথে কিছু কথা হোক
স্নিগ্ধ হিমেল হওয়ায় গা ভেসে যাক।

তবুও নিঃসঙ্গ পথিকের আকুতি অবেলা
সব জল্পনা কল্পনার অবসান হোক
কেউ আসুক, হয়তো ভালবাসুক
না হয় উপহার দিয়ে যাক চরম অবহেলা।