যাওয়ার সময় হলে যেতে হবে,
জানেনা কেউ কার ঢাক কবে।
এ এক সিরিয়াল বিহীন বিদায়,
যা সম্পর্কে অবগত সবাই।

হয়তো যেতে হবে কোনো এক বর্ষায়;
হতে পারে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বা অতি বর্ষণ,
অথবা যদিও হয় কাল বৈশাখী ঝড়,
তবুও চলে যেতে হবে সবাইকে করে পর।

যেতে হতে পারে কোনো শীতে,
শরীরে কাঁপন ধরবে না শেষ গোসল দিতে।
যেতে হতে পারে গ্রীষ্ম, শরৎ হেমন্ত বা বসন্তে,
সব জেনে তবুও বিপথে থাকি কত আনন্দে।

যাওয়ার নেই কোনো বয়স, সময় কাল নির্ধারণ,
চলে যেতেই হবে যখন আসবে মরণ।
চলে যেতে হবে এটাই সত্য চিরন্তন,
হে প্রভু সঠিক পথে রেখো আজীবন।