ভাবছি তোমায় কি দেওয়া যায়, তোমার জন্মদিনে
কিছু একটা আনবো কী আজ, কেকের সাথে কিনে ?
তুমি যখন ছোট্ট ছিলে, এসব অনেক দিয়েছি
মনের মাঝে নতুন কিছু, তোমার জন্যে রেখেছি ।
জন্মদিনে তোমার জন্যে, ছোট্ট একটি উপদেশ
সঠিক পথে চলবে তুমি, ঘুরে দেখবে দেশ বিদেশ
তাইতো তোমায় জানতে হবে, পড়তে হবে মন দিয়ে
জ্ঞানটাই তোমার থাকবে সাথে, গড়বে জীবন তা নিয়ে ।
অসৎ হাওয়া আসলে কভু, শক্ত হয়ে দাঁড়িয়ে
সৎ সাহসের রজ্জু ধরে, দিও তারে তাড়িয়ে
তুমি যেন হতে পারো, দেশ গড়ার শক্তি
তোমার জন্যে জন্মদাতার, সহজ সরল অভিব্যক্তি ।
তুমি আমার রক্ত ধারা, রক্তের অমোঘ টানে
জন্মদিনের জীবন গাঁথা, লিখতে চাই যে গানে
সুন্দর হোক জীবন তোমার, সার্থক হোক জন্ম
সবার উপর উঠবে তুমি, করলে ভাল কর্ম ।।