সূর্য ডুবা সাঁঝের বেলায়, রক্তিম আভা আকাশে
ডুবন্ত এ আলো রাজের, রূপটা কেমন ফ্যাকাশে
ভোর বেলাতে হন্তদন্ত, প্রণাম টুকে পূজারীগন
সন্ধ্যা বেলায় ক্লান্ত মানুষ, কে করে তাকে স্মরণ ?
রোদ্র ছায়া আলো বাতাস, বৃক্ষ রাজির উৎপাদন
সমুদ্র জল বাষ্পিত হয়, মেঘের খেলায় বারি বর্ষণ
মানুষের যত খাদ্য শস্য, তার আলোতেই ফলে
সন্ধ্যা হলেই মানুষ তবু, সূর্যকে যায় ভুলে ।
আক্ষেপ করে সূর্য বলে, নিজের কথা ভাবো
তোমাদের হবে চির প্রস্থান, আমি আসবো, যাবো
কী হবে তোমার পড়ন্ত বেলায়, কে নেবে খোঁজ খবর
প্রয়োজন ফুরালে মরু চরে বাস, আপন হবে পর ।
সময় থাকতে জালাও আলো, চিরদিন যেন থাকে
দিবা রাত্রি অন্যেরা যেন, তোমার আলোই মাখে
বিদায় কালে দূরে কাছে, করবে সবাই হায় হায়
বিদায়ের পরে তোমার কর্মে, তোমোকেই খুঁজে পায় ।
সূর্যের এই অমোঘ বাণী, মস্তিস্কে দিলে দোলা
শান্তির পথে মনুষ্য জীবন, নির্ভয় জীবন ভেলা ।