নিজে যা করি না, করতেতো পারি না
অন্যের করাটাকে, সইতেও পারিনা
আমাদের স্বভাবে, নিয়ত এভাবে
অন্যের ভাল কাজ, পাক খায় নিরবে ।
যদি কেউ গায় গান, গাইতেতো জানিনা
বলি এটা এমন কি, পারি আমি গাইনা
কিছু যদি গড়ে কেউ, নিজের মেধায়
বলি এটা তারই কাজ, যার কোন কাজ নাই ।
হোক সেটা চাঁদে যাওয়া, হোকনা মঙ্গলেে
এ সব বাজে কাজ, কে নেয় আমলে
কাজ করে উঠে কেউ, সাফল্যের তোরণে
নিজেকেই বড় ভাবি, মানসিক কারণে ।।