স্বপন বাবু নামটি যে তার, স্বপ্নে ভরা মন
সব কিছু তার খোলামেলা, নেই কিছু গোপন
মানুষ পেলেই কথার বান, আপন কিংবা পর
কথার গাড়ী চললে সেটা, ছুটে তেপান্তর ।
বয়স কী আর খুব বেশী তার, বায়ান্নতে জন্ম
সুযোগ বুঝে দিনটি খুঁজে, পালন করে ধর্ম
ঘন ঘন বিশেষ কাজে, সময় লাগে বেশী
সবাই তার এ কাজ নিয়ে, করে হাসাহাসি ।
ভোজন প্রিয় স্বপন বাবু, খেতে বসে বলে
কিসের সাথে কী মিশালে, কেমন মজা মিলে
শীতের প্রলেপ পঞ্চ স্তরের, কম্বল যেন গায়
এক কাপড়ে সপ্তাহ চলে, চিন্তার কিছু নাই ।
হোমিউপ্যাথির ঔষধ সদা, হাতের কাছে থাকে
সকল রোগের পথ্য তিনি, খাওয়ান নিজে ডেকে
চা পানি পান হিসেব বিহীন, চলে সারা দিন
সহজ সরল মানুষ তিনি, হাসি অমলিন ।।