উপোস থাকলেই রোজা হয় না
ত্যাগের নামই রোজা
অপকর্মে আকণ্ঠ ডুবিয়ে
উপোস থাকাটা বোজা ।
নামাজ হলো শ্রেষ্ঠ কর্ম
নিত্য ফরজ কাজ
বৃথাই যাবে রোজার ফসল
শিকেয় তুললে নামাজ ।
মিথ্যে সূতোয় জাল বুনিয়ে
ব্যবসায় পেতে ফাঁদ
বাজার দরে উর্ধ্ব গতি
দেখলে রোজার চাঁদ ।
লোক ঠকানোর চতুর কর্ম
রমজান মাসেও চলে
আল্লাহ পাওয়ার সিয়াম সাধন
নষ্ট মিথ্যা তলে ।
ইফতারী আর ঈদ আয়োজন
ভেজাল পণ্যে ঠাসা
রোজার শিক্ষা হয়না দীক্ষা
ইবলিশ বাঁধলে বাসা ।