সকলের চোখ দু’টো, করে টলমল
অজান্তে গড়ালো, ক’ফোটা জল
পাহাড়ের ক্রন্দনে, বাতাস ভারী
আকাশের গায়ে যেন, ধবল শাড়ী ।
বৃক্ষরা মাথা নুয়ে, করে সম্মান
পাখি কুল গেয়ে উঠে, বেদনার গান
সূর্যের তেজ নেই, আছে শুধু আলো
গোটা দেশ ছেয়ে গেলো, বেদনার কালো ।
চলে গেল একজন, সব কিছু ছেড়ে
মানুষের অন্তরে, আসনটা গড়ে
রেখে গেল কিছু তার, কর্মের ছাপ
বিধাতা তাঁকে যেন, করে দেন মাফ ।।
( সকলের প্রিয় ঢাকার মেয়র প্রয়াত আনিসুল হকের মৃত্যুর দিন লেখা )