পরান বাবু পান খেয়ে গায়
কষ্টে ভরা গান
‘র’ নাকি হারিয়ে গেছে
পরান হয়েছে পান ।
গানের সাথে হাসির রোল
কেউবা বলে বেশ
ঠাট্টা করে কেউবা বলে
পরান হলো শেষ ।
পরান বাবু গেয়েই চলে
বিচার নিয়ে ভাবো
‘র’টা যদি হারয় সেথায়
বিচার কোথায় পাবো ।
কার বোঝা, কার ঘাড়ে যায়
বিনা দোষে দোষী
দোষ করেও পার পেয়ে যায়
বাজায় সুখের বাঁশী ।
সবাই তখন উঠলো বলে
হায় হায় হায় ঠিক
পরান যেটা গাইছে গানে
সেটাই তো সঠিক ।
সবার কথা মাথায় রেখে
পরান বাবু গায়
‘র’ এর স্থলে ‘র’ থাকলেই
বিচার পাওয়া যায় ।