মেঘের ডাকে আকাশ কাঁদে
সুর্য হাসে আড়ালে
মেঘ যদিও বৃষ্টি ঝরায়
রসদ যোগায় ফসলে ।
ধরা ধমে মানুষ জানে
নীল আকাশ ঐ একটি
গুণ পরিচয় যা হবে হোক
চরণ তলে মাটি ।
একই জিনিস গায়ে মেখে
ভিন্ন তবু আয়োজন
তাইতো জ্বেলে মনের আলো
জানতে হবে প্রয়োজন ।
শিক্ষা যদি প্রদীপ জ্বালায়
কর্মে বাড়ে মান
জন্ম নয়, যোগ্য বলে
মানুষের সম্মান ।
হোকনা ভিন্ন, জন্ম চিহ্ন
থাকলে মনের জোর
সফলতার আকাশ সিড়ি
নয়তো বহুদূর ।
(আজ মায়ের দিবস, মেয়ের দিবস, বউয়ের দিবস, বোনের দিবস, বন্ধুর দিবস)