সুন্দর ঢেকেছে মেকী আয়োজনে
বসন্ত হারায় সেথা
গাছের আকাল ফুলের বাগানে
ফুল মিলবে কোথা ।
যেটুকু আছে তাও আবার
জীর্ণ শীর্ণ মরা
ধুলোর প্রলেপ বৃক্ষ পত্রে
যৌবনহীন চেহারা ।
বাগান গুলো শ্মশান হয়েছে
দাঁড়িয়ে দালানের সারি
বসন্ত হাওয়া ধোঁয়ার কবলে
ছাড়ছে ইঞ্জিন গাড়ি ।
আসলের সাথে নকল মিলিয়ে
দোকানী বিকায় ফুল
কাগুজে ফুল খোপায় উঠেছে
মানুষের হয় ভুল ।
সত্য মিথ্যা একাকার হয়ে
নিত্য করছে খেলা
বিবেক হীন মানুষ বসায়
মেকী পণ্যের মেলা ।।