ট্রেনে চড়ে ভ্রমন পথে, তোমার সাথে দেখা
বন্ধুর মত কাটলো সময়, কথায় আলোক রেখা
কথায় কথায় সুধালে তুমি, কোথায় আমার দেশ
উত্তর দিলাম ঘুরতে এসেছি, ঠিকানা বাংলাদেশ ।

একটু যেন অবাক হলে! “একি বলেন মশাই
আমিতো ভেবেছি, কোলকাতা কিংবা হবে নদীয়ায়
ওপারের মানুষ এতটা সুন্দর, বাংলা কী বলতে পারে ?
তোমাদের নিয়ে অনেক কথা, আছে মোর অন্তরে” ।

রক্ত দিয়ে পেয়েছি বাংলা, বাংলাদেশী বাঙ্গালী
বাংলা মোদের মায়ের ভাষা, বাংলায় কথা বলি
কথার পিঠে তোমার কথায়, তরী যেন ভিড়ে ঘাটে
বাংলার কবি বাংলার ছবি, সাজানো তোমার পটে ।

শোনার আগ্রহ বাড়লো আরো, লাগছে শুনতে বেশ
তুমি তখন বলেই চলেছ, বাড়িয়ে কথার রেশ
“তোমরা পেরেছো আমরা পারিনি, ভাষার জন্যে যুদ্ধ
ভাষার নামেই একটি দেশ, গর্বিত মন মুগ্ধ”  ।

গর্বে তখন গর্বিত আমি, মনে বিজয়ের ঢেউ
দেশের কথা দেশান্তরে, শুনেছে কী এমন কেউ
রক্ত দিয়ে প্রাণ বিলিয়ে, যারা গড়েছে দেশের নাম
স্বাধীন দেশে দাঁড়িয়ে তাদের, জানাই সহস্র সালাম ।।