ঘড়ির কাঁটাটা ঘুরেই চলেছে, বয়সটাও যাচ্ছে বেড়ে
বয়সের স্রোতে কত প্রিয় ক্ষন, অগোচরে গেছে ছেড়ে
শৈশবে যা আশে পাশে ছিল, কৈশোরে কাছে পাইনি
কৈশোরও আজ আনন্দের স্মৃতি, যাকে হারাতে চাইনি ।।
এইতো সেদিন স্কুলে যাওয়া, এইতো সেদিন কলেজে
মনের ভেতর স্বপ্ন রাশি, ঢেউ খেলে যেতো মগজে
কত যে হাজার স্বপ্ন দেখেছি, স্বপ্নের ছিলনা শেষ
স্বপ্ন ডাঙ্গায় পড়ে আছি আজো, কাটেনি স্বপ্নের রেশ ।।
কখনো চেয়েছি খেলোয়াড় হতে, কখনো হতে লেখক
নায়ক হবার সুযোগটা পাইনি, হতে পারিনি গায়ক
গলাবাজিতে দুর্বল তাই, রাজনীতিতে যাইনি
সমাজ সেবায় মন ছিল খুব, সমাজ আমাকে চায়নি ।।
যাদের জন্য সময় দিয়েছি, তারা এখন বহু দূরে
সময় গেছে মন্দ স্রোতে, বুঝতে পেরেছি অনেক পরে
কাছের ছিল যারা এত দিন, এখন যেন দুষমন
কষ্ট গুলো মনের ভেতর, ঘুর পাক খায় সারাক্ষন ।।
তবুও আমি স্বপ্ন দেখি, হতাশ হতে চাইনা
মনের জোরটা থাকলে অটুট, বয়সটা কোন বাঁধা না
হারিয়ে গেছে যা কিছু আজ, তা নিয়ে আর ভাবি না
নতুন পথে যাত্রা আবার, খুঁজতে নতুন ঠিকানা ।।