মেয়ের জনক কষ্টের বাহক, জননীর মনে যন্ত্রণা
মেয়ে কী নয় বংশ প্রদীপ, ছেলেই যাদের কামনা ?
প্রথম সন্তান মেয়ে হলে, পাশের লোকে মুখ বাঁকায়
ছেলে হলে খুশির বন্যা, মেয়ের বেলায় মুখ লুকায় ।
ছেলে নাকি বংশ প্রদীপ, মেয়ে হলো পরের ধন
ছেলের বেলায় যত্ন আত্মি, মেয়ের বেলায় একটু কম
কর্ম হবে পাহাড় সম, মেয়ের যখন বিয়ের ক্ষণ
পিতৃ পক্ষের কাঁধে চড়ে, হরেক রকম আয়োজন ।
ছেলে আসে বুক ফুলিয়ে, মেয়ে দেখে খুঁটিয়ে
মেয়ে যেন হাটের গরু, কেউবা দেখে হাঁটিয়ে
নির্বাচনটা শেষ হলে পর, শুরু হয় দরাদরী
সোনা গয়নার খাট পালং, সঙ্গে চাওয়া নতুন গাড়ি ।
ক্লান্তি ভুলে জনক জননী, মেয়ের জন্য সব করে
ছেলে পক্ষ ক্ষেপে উঠে, একটু যদি বাদ পড়ে
বিয়ের পর কী শেষ হয় সব, আরো শত দায় থাকে
হাজার করেও নিজের মেয়ে, স্বামীর ঘরে পর থাকে ।
এসব দেখে মানুষ ভাবে, সন্তান একটা ছেলেই চাই
মেয়ে নিয়ে জুট-ঝামেলা, ছেলের বেলায় এসব নাই
শিক্ষার আলোয় সবার মনে, জ্বলে উঠুক দীপ
শিক্ষা পেলে ছেলে মেয়ে, দই’ই বংশের প্রদীপ ।।