ছোট্টমনি আইয়ান সোনার, নিত্য নতুন বায়না
এখন যেটি পছন্দ তার, পরক্ষণেই চায়না
মাকে বলে বাবাই ভাল, বাবাকে বলে মা
যখন তখন ঘুরতে যাবে, লাগবে নতুন জামা ।
ভাইয়ের সাথে ভাব হলে খুব, বোনকে বলে মন্দ
বোনের সাথে মিললে আবার, ভাইয়ের সাথে দ্বন্দ
রিমোট নিয়ে কাড়াকাড়ি, কার্টুন দেখে খাওয়া
ইচ্ছে মত সাবান ঘষে, গামলায় বসে নাওয়া ।
স্নান শেষে কেউ আদর করে, গয়ে একটু হাত দিলে
দৌড়ে গিয়ে স্নান ঘরে সে, গায়ে আবার জল ঢালে
চকলেট তার খুব পছন্দ, বেজায় খুশি চীপস্ পেলে
নতুন নতুন খেলনা লাগে, মোবাইল পেলেই গেইম খেলে ।
দুষ্টুমিতে দিন কাটে তার, দুষ্টু ছুটোছুটি
কথায় কথায় খুব পাকামো, ধুলোয় লুটোপুটি
নিজের মনে গল্প বলে, খিলখিলিয়ে হাসে
মন দিয়ে তা শুনতে হবে, চুপটি করে বসে ।
চশমা চোখে পড়তে বসে, বিজ্ঞ জনের মত
যখন তখন মেজাজ চটে, থাকতে খেলায় রত
খেলনা গুলো ছুড়তে থাকে, ভাঙ্গার মহোড়ায়
নতুন ফরমান যুক্ত হয় তার, বায়নার খাতায় ।।