নোভেল করোনা ছোঁ মেরেছে চীনের উহানে,
বিশ্ববাসী কাঁপছে ভয়ে যে আছে যেখানে।
সার্স-মার্স'র চেয়েও নাকি ভয়ংকর করোনা,
আক্রান্তরা মরছে ধুঁকে পেয়ে কঠিন যন্ত্রণা।
শত শত মানুষ মরছে চীনের বিভিন্ন রাজ্যতে,
চীনাদেরকে থাকতে হচ্ছে বিশ্ব হতে তফাতে!
আক্রান্তও হাজার হাজার গণচীন ছাড়িয়ে,
গবেষকদের মসনদ, করোনা দিল নাড়িয়ে।
জ্বরের সাথে সর্দি-কাশি কিংবা গলাব্যথা,
জানায় নোভেল করোনার সম্ভবনার কথা।
আরো আছে মাথাব্যথা কিংবা শ্বাসকষ্ট,
আক্রান্তের জীবনটাকে করতে অতীষ্ট।
করোনাভাইরাস রোধে কোন ভ্যাকসিন নাই,
হাত ধুয়েই চোখ, মুখ, নাক স্পর্শ করুন তাই;
বন্যপ্রাণী, গৃহপালিত পশু স্পর্শ নয় খালি হাতে,
ডিম-মাংস সিদ্ধ খাবে, করোনাকে দূরে রাখতে।
হাঁচি-কাশি দিলে সবাই রুমালে মুখ ঢেকে,
চিকিৎসক বলে তাতে নোভেল করোনা ঠেকে।
হাতধোয়াই ঠেকাবে রোগ, নাই কোন ঔষধ;
প্রতিষেধক নাই নোভেলের, আছে প্রতিরোধ।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
জুড়ি, মৌলভীবাজার;
১০ ফেব্রুয়ারি ২০২০; সকাল ৮.৩০ টা।