কখনো ঘর পোড়া ছাঁই দেখেছ?
কিংবা,
যার ঘর পুড়েছে, তার আর্তনাদ?

কখনো কি কাউকে দেখেছ-
ঘরপোড়া ছাঁই-ভস্মে ঘেঁটে ঘেঁটে শেষ সম্বলটি খুঁজতে?
কিংবা,
সব হারানোর ব্যথায় নিষ্পলক তাকিয়ে থাকতে?

তোমার অনলে, আমার হৃদয়টা তেমনই পুড়ে অঙ্গার!

এখন,
আমি দূর অজানায় পলকহীন চেয়ে থাকি!
ছাঁই-ভষ্ম ঘেঁটে দেখি, পোড়ার কিছু কি আছে বাকি?
_________________________
১৪ জুন ২০২১; সকাল ১০.২৫ টা