উষ্ণতার খোঁজে
°°°°°°°°°°°°°°°°°°°°°°° [দীদার মাসুদ ]
প্রচন্ড শীতে গভীর রাতে যখনই উষ্ণতা খুঁজে,
তখনই মুক্ত এ প্রাণে প্রিয়ার শূণ্যতাটুকু বুঝে!
যতটুকু ওম লুকিয়ে আছে কোমল কর-ছোঁয়ায়,
বিলিয়ে দেয় তবে তনু-প্রাণে অনুভবের মায়ায়!

ভারী তুষারপাতে শুভ্রতায় ঢাকে যেমন করে সব,
ভালোবাসার উষ্ণতায় সাদা কাফনে হতে চাই শব!
ভেঙে চুরমার করে দাও সব বাঁধ কিংবা যত পাহাড়,
সাধন করে আটঘাট বেঁধে ডিঙিয়ে সব ঝোঁপঝাড়।

উষ্ণতার ললাটে এঁকে দাও অযুত চিহ্ন, হীম রসায়ন,
আজীবন তবে হৃদয় মাঝে হোক ভালোবাসার বনায়ন!
একটু উষ্ণতার খোঁজে বিরহী মনে উঠুক প্রচন্ড ঝড়,
শূণ্য মরুতে জ্বলে উঠুক আঁধার ঘেরা যতসব বাতিঘর।
_______________
০২ ফেব্রুয়ারি ২০২১।