এ যাত্রায় বেঁচে ফেরা মানেই
আরেকটা নতুন মৃত্যুকে আলিঙ্গনে প্রস্তুত থাকা!

আমি,তুমি,আমরা -
সবাই!
কেউই আপাততঃ এর বাইরে নয়।
পুরোটাই যেন ঘূর্ণিচক্র।

জীবনটা সাময়িক স্থবির হলেও
সময়ের কাঁটা কিন্তু চলমান,
একঘাট হতে আরেকঘাটের দিকে ধাবমান।

সময় নিয়তই বহমান,
পালটায় না গতিপথ।
শুধুই চলে আর চালায়, দৌড়ে আর দৌড়ায়!
কখনো জীবন দেয়, আবার কখনো বা কেড়ে নেয়।

যারা ছাঁকনির ফাঁক গলে টিকে থাকে,
তারাই আবার আলিঙ্গন করে মৃত্যুসুখ কিংবা যন্ত্রণা!
___________________
০৪ আগস্ট ২০২১; সন্ধ্যা ৬.৪০ টা।