আজ রাতে বাতায়নে,
দেখি আমি দু'নয়নে
পূর্ণিমার চাঁদ।

সবখানে খুঁজে ফিরি,
কোথায় আছে গিরি?
কিবা পাতা ফাঁদ।

রহস্যের বেড়াজালে,
বেহিসাবি কুটচালে,
ভাঙে কত বাঁধ!
__________________________
[পান্ডুলিপি : #নয়_পঙক্তির_আসরিক]