তোমার অক্ষিযুগলে -
আমি পৃথিবীর মানচিত্র খুঁজি।
তুমিই আমার ডুব সাঁতারে শান্তির পায়রা বুঝি!
বিস্ফারিত যে অক্ষিতে-
জীবন্ত আগ্নেয়গিরির তপ্ত লাভার উদ্গিরণ দেখি,
মমতায় নোয়ালে ভারখয়ানস্কের শীতলতা সে কী!
শুষ্কতায় ভরা যে অক্ষিপট -
মনে হয় ধূসর সাহারার মরুময়তায় ঘেরা,
সজীবতায় আমাজানের গহীন অরণ্যের শ্যামল ঢেরা!
যে মনলোভা অক্ষিকোটরে -
প্রশান্ত মহাসাগরের গভীরতা অনুভব করি,
তারই পূর্ণতা সাগর বুকে জাগা এক চিলতে ধরি।
তোমার অক্ষি ব্যাসে-
পৃথিবীর অক্ষাংশ আর দ্রাঘিমাংশ জানি,
উত্তর আর দক্ষিণ গোলার্ধের ক্রান্তিরেখা টানি!
তোমার জ্বলজ্বলা অক্ষিতে-
উদীয়মান সূর্যকিরণে মনোলোভা কাঞ্চনজঙ্ঘা দেখি,
পূর্ণিমার রাতে পৃথিবীর বুকে শুয়ে চাঁদের ছবি আঁকি।
______________
১৮ মে ২০২১।