তোমার শহর যাচ্ছি ছেড়ে,
জানাও বিদায় হাতটা নেড়ে,
নেড়িগুলো আসছে তেড়ে!
ঘেউ ঘেউ রবে গলা ঝেড়ে৷
তোমার শহর তোমার থাকুক,
ছাড়ছে শহর সকল ভাবুক!
জানোয়াররা ধর্ষণে ভাসুক!
দাঁত কেলিয়ে শুধুই হাসুক।
তোমার শহরে সুখ বাড়ুক,
অসুখীদের তাড়িয়ে ছাড়ুক,
শুয়োরগুলো দাবড়ে চলুক,
ক্ষুধার তাড়না লোকে বলুক!
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
২৯ সেপ্টেম্বর ২০২০ || সকাল ১১.৩০ টা।