তোমার শূন্যতা যখন প্রতিনিয়ত ভাবায়-
তখনই বুঝি প্রেমে পড়েছি।
তোমার অভাববোধ যখন নিত্য পোড়ায়-
তখনই বুঝি প্রেমে মেতেছি।
তোমার রসবোধ যখন প্রতিক্ষণে হাসায়-
তখনই বুঝি প্রেমে মজেছি।
তোমার দুঃখগুলো যখন প্রত্যহ কাঁদায়-
তখনই বুঝি প্রেমে মরেছি!
তোমার অবয়ব যখন অহরহ ভাসে চিন্তায়-
তখনই বুঝি প্রেমে উতরেছি!
তোমার জন্য হাহাকার যখন হৃদয় ছোঁয়ায়-
তখনই বুঝি ভালোবেসেছি।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
০৯ সেপ্টেম্বর ২০২০; সকাল ১১.২০ টা।