তেলে নরম,
তেলহীন গরম;
তেল মাথায় হয় ঠান্ডা!
তেলবাজী শিল্প,
চর্চায় অল্প ;
খেতে হয় না ডান্ডা!!
রাঁধতে তেল,
বাঁধতে তেল;
তেল না দিলে গন্ডগোল!
যতনে তেল,
মাথাটা বেল;
বিনা তেলে আবোল তাবোল!!
মর্দনে তেল,
বর্ধনে তেল;
তেল ছাড়া করে হাহাকার!
লুন্ঠনে তেল,
বন্টনে তেল;
তেল মেখে সব কারবার!!
তেলের তেলেসমাতি,
তেলে ভীমরতি ;
না বুঝলে হবেনা খাঁটি!
তেলে হাসি,
তেলে বাঁশি;
না মাখিয়ে জীবন মাটি!!
***************************
ব্রাহ্মণবাজার, কুলাউড়া, মৌলভীবাজার;
২৩ জানুয়ারী ২০২০; বিকাল ৩.৪০ টা।