ছোট্ট মেয়েটা করলো হুকুম লিখতে কবিতা;
বিষয় কিন্তু তেলাপোকা, নেই কোনো কথা।
সকাল থেকে দিচ্ছে তাড়া, লিখছি নাকি আমি ;
তেলাপোকা নিয়ে কী লিখব, জানেন অন্তর্যামী।
লালছে ডানার পতঙ্গটা, দেখতে ভারী সুন্দর ;
রাতের বেলা দখল করে, ভিতর-বাহির অন্দর।
যত্রতত্র ঘুরে বেড়ায়, লাগে না অনুমতি;
সর্বভুক এ প্রাণীটি করেও অনেক ক্ষতি।
নোংরা-ময়লা-আবর্জনার যেখানে সমাহার ;
তেলাপোকা আবাস গড়ে , করে বংশ বিস্তার।
হাঁটতে পারে, দৌড়াতে পারে, উড়তেও খুব পাকা;
মানুষের উপস্থিতি টের পেলে,লুকিয়ে দেয় ধোকা।
সর্বভুক তেলাপোকার, ঠেকাতে বিস্তার-ছোবল;
ঔষধ প্রয়োগ ছাড়াও আছে, নানা কলা-কৌশল।
রোগ জীবাণু ছড়ায় দ্রুত, খাবার পেলে খোলা;
বাঁচতে হলে ঢাকতে হবে, খাবার রাতের বেলা।
সদা পরিচ্ছন্ন রাখতে হবে, রান্নাঘর ও আবাস;
তেলাপোকার বংশ বিস্তার, করতে হলে বিনাশ।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বড়লেখা, মৌলভীবাজার || ১৬ মে ২০২০ || দুপুর ১.১৫ টা।