আমি!
কার সনে বাঁধিনু তবে-
ভালোবাসার খেলাঘর!

আমিতো -
যে কাঁদে কিংবা কাঁদায়
তার লাগি কাঁদি।

আমিতো-
যে হাসে কিংবা হাসায়
তার লাগি হাসি।

আমিতো -
যে ভাবে কিংবা ভাবায়
তার লাগি ভাবি।

আমিতো -
যে ভাসে কিংবা ভাসায়
তার লাগি ভাসি।

আমিতো-
যে উড়ে কিংবা উড়ায়
তার লাগি উড়ি।

আমিতো -
যে বাঁধে কিংবা বাঁধায়
তার লাগি বাঁধি।

আমি!
তারে-ই ভালোবাসবো তবে-
যে আশা জাগায় ভালোবাসার!
________________
২৬ ফেব্রুয়ারী ২০২১;
সকাল ৮.০০ টা।