এমন একটা আইন করা কি, যায় না দেশে ভাই?
দেশের ভিতরে চিকিৎসা সেবা, নিতে হবে সবাই।
সেবা যদি দেশেই আছে, বিদেশে কেন বা যায়?
তবে কি সব ফাঁকা বুলি, মুখ ফসকে আওড়ায়?
ভিন দেশেতে চিকিৎসা নিতে, যে টাকার ক্ষয়!
সে টাকাটা দেশের স্বার্থে, বিনিয়োগ কেন নয়?
রাজনীতিবিদ, জনপ্রতিনিধি, বাস করেন যেথায়;
সরকারি হাসপাতালেই যেন, সেবাটা নেন সেথায়।
সেবা নিতে গেলে তারা, দেখবেন নিজের চক্ষে;
দৈন্যদশা না অভাব? কোনটা হাসপাতাল বক্ষে।
আইনপ্রণেতা নিজে যখন, নিবেন সেবা দেশে ;
আমজনতাও স্বস্তি পাবেন, সেবা নেয়া শেষে।
আমলা বা ক্ষমতাসীন নেতা, হয়ে ভুক্তভোগী;
দৈন্য ঘুচলে উপকৃত হবে, সব সাধারণ রোগী।
অভাব ঘুচলে সব সেবাকেন্দ্র, পায় যদি পূর্ণতা;
দেশের মানুষ খুঁজে পাবে, চিকিৎসায় নির্ভরতা।
ক্ষমতাবানরা সাধারণ রোগে, যায় যদি বিদেশে;
আমজনতা সবসময়ই, উপেক্ষিত হবে স্বদেশে।
নেতা-আমলা-আইনপ্রণেতা, নিলে সবাই শপথ;
স্বাস্থ্যসেবার ট্রেনটা তবে, হারাবে না তার পথ।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বড়লেখা || ২০ জুলাই ২০২০ || দুপুর ১.৪৫ টা।