স্বাধীনতা নয়তো কারো, ছেলের হাতের মোয়া;
ছিনিয়ে আনতে হাঁটতে হয়েছে, পথ কত পোয়া!
মায়ের স্বপ্ন, বাবার স্বপ্ন, কাঙ্খিত সেই স্বাধীনতা;
কত জীবন বিলিয়ে দিয়ে তাড়িয়েছে পরাধীনতা।
বাংলা মায়ের দামাল ছেলে, ঝরিয়েছে কত রক্ত;
স্বাধীনতার শিকড়ের তাই আসন হয়েছে পোক্ত।
লাখো মা-বোনের সম্ভ্রম লুটেছে হায়েনা-হানাদার;
বিনিময়ে আমরা তাড়িয়েছি ঐ পাক-দখলদার।
এক ফুঁৎকারে উড়িয়ে দেয়া যাবে না এই স্বাধীনতা,
মানবো না মোরা স্বাধীনতা ছেড়ে কারো অধীনতা।
স্বাধীনতা রক্ষায় মোরা, থাকবো সবাই একতাবদ্ধ ;
দ্বন্দ্ব-সংঘাতে জড়িয়ে করবো না স্বাধীনতাকে বিদ্ধ।
২৮ নভেম্বর ২০২০ || সন্ধ্যা ০৬.৩০ টা