কেন তোমায় বলছি এতো, স্টে হোম, স্টে হোম!
বুঝবে তুমি, যখন শরীরে ডুকবে করোনার বোম!

সংক্রামক করোনা যখন বাসা বাঁধবে শরীরে-
কোভিড-১৯'র শিকার হলে টের পাবে মনু রে!

সবসময়তো বাইরে ঘুরো, এখন থাকো বাড়িতে ;
এতটুকু মেনে চললে, পারবে করোনা তাড়িতে!

আবারও বলি, নিরাপদে থাকার লাগি, স্টে হোম!
বাংলাদেশকে বানাইওনা- ফ্রান্স, স্পেন বা রোম।

তোমার ঘর, তোমার বাড়ি- তবু কেন বাড়াবাড়ি?
ধরলে কোভিড-১৯, জীবন নিয়ে হবে কাড়াকাড়ি!

থাকো যদি বাড়ি -ঘরে, লাভ কিন্তু একার নয়!
সুস্থ থাকবে সবাই মিলে, পরিবার হবে শান্তিময়।

শত্রু যখন চারপাশে, ঝুঁকি নিয়ে লাভ কী বলো;
স্টে হোম - স্টে সেইফ, সমস্বরে শ্লোগান তুলো!

করোনার বিস্তার ঠেকাতে, উপায় কী বলো রে?
স্টে হোম, স্টে সেইফ - তাইতো শ্লোগান হলো রে।

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বড়লেখা, মৌলভীবাজার;
০৩ এপ্রিল ২০২০; রাত ৮.৩০ টা।