দোহাই লাগে, ঘরে থাকো, বের হইও না আর ;
করোনার বিস্তার রোধে, হও সবাই হুঁশিয়ার।

সোশ্যাল ডিসট্যান্স বজায় রেখো, যেওনা ভীড়ে;
মনে রেখো, সবচেয়ে নিরাপদ তুমি স্বীয় নীড়ে।

সামাজিক আয়োজন আছে যত, করো সীমিত;
ঘরের বাইরে যাওয়া-আসাও, করো পরিমিত।

বিয়ে শাদী বন্ধ থাকলেও চলুক ভালোবাসা;
করোনা রোধ করা গেলে, বাঁচার আছে আশা।

ওয়াজ মাহফিল বন্ধ থাকুক, বন্ধ ধর্মসভা;
সোশ্যাল ডিসট্যান্স রক্ষায়, নয়কো জনসভা।

বন্ধ থাকুক খেলাধূলা কিংবা লোকসমাগম;
দূরত্ব বজায় রেখো, ভাঙতে করোনার পেখম!

খুব বেশি অসুস্থ হয়ে আবার বসে থেকো না ;
নিকটস্থ হাসপাতালে যেতে, নাই কোন মানা!

পথে-ঘাটে আড্ডাবাজি কিংবা যত জমায়েতে,
পরিহার করে চলো, চাও যদি করোনা ঠেকাতে!

সোশ্যাল ডিসট্যান্স মেনে চলা মানে- এটাও নয়;
বয়স্ক-শিশু বা অসহায়ের বিপদে সবে দূরে রয়।

সোশ্যাল ডিসট্যান্স রক্ষা ছাড়া বিকল্প যে নাই ;
কয়েকটা দিন কষ্ট করে, কোভিড-১৯ ঠেকাই।
°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
০২ এপ্রিল ২০২০।