শকুন যায়, শকুন আসে
পালটায় শুধু রূপ,
রক্তাশ্রুর দামে কেনা দেশে
খনিয়া মৃত্যুর কুপ।
কুপগুলো শুধু কুপ নয়
যেন জলজ্যান্ত খাদ,
সেসব খাদের কিনারায়
অন্তরালে থাকে ফাঁদ।
ফাঁদগুলো কতটা ভয়াল
বোঝে না কিন্তু সকলে,
সিন্ধু-জলে হাবুডুবু খায়
পড়লে ফাঁদ কবলে।
এক ফাঁদের রেশ কাটতে
পাতে আরেকটা ফাঁদ,
স্বপ্ন দেখায় সবার হাতে
তুলে দিবে নয়া চাঁদ।
রক্তমাখা স্বাধীন পতাকা
এভাবে খামচে ধরে,
রাঙিন চেতনা ফেরি করে
পিশাচ শকুন চরে।
১১ ডিসেম্বর ২০২১, দুপুর ১২.০০ টা।