কলম থেকে বেরোয় কালি,
লিখেন শব্দ চাষা;
ভাবের সাথে শব্দ মিলায়,
বুনন করতে ঠাঁসা!

শব্দ নিয়ে নাড়াচাড়া -
শব্দ নিয়ে খেলা ;
শব্দের ঝাঁপি বুনতেই চাষার-
কেটে যায় বেলা।

শব্দ নেড়ে কেউবা কবি,
কেউ হয় ছড়াকার ;
শব্দ গাঁথা টানতে টানতে -
কেউ হয় গল্পকার।

জীবন-চিত্র আঁকতে আঁকতে -
কেউ হয় ঔপন্যাসিক ;
নাট্যকারের পটু লিখায়-
মুগ্ধ পাঠক-দর্শক!

বক্তা যখন ভাষণ আউড়ে-
সতর্ক শব্দ চয়নে ;
শ্রোতার হৃদয়ে আসন গাঁথে-
শব্দ চাষের ধরণে!

সাংবাদিকও সংবাদ লিখে-
দক্ষ শব্দ বুননে ;
রাজনীতিবিদ জনপ্রিয় হয়-
বাগ্মীতারও কারণে!

কবি বলি, লেখক বলি -
সবাই শব্দ চাষা ;
শব্দ নিয়ে নাড়েন-ছাড়েন-
বুঝাতে মনের ভাষা।

যার বুনন যত ভালো,
তার লিখাতে তত আলো;
শব্দ-ঝাঁপি উঠলে জ্বলে -
দূর হয় আঁধার-কালো!

ফসল চাষী ফসল ফলায়-
দেহের ক্ষুধা তাড়াতে;
শব্দ চাষী শব্দ গাঁথে-
মনের ক্ষুধা মেটাতে!

অর্থনীতির চাকা ঘুরায়-
ক্ষেতের ফসলে চাষা;
সংস্কৃতিকে জিইয়ে রাখে-
শব্দ চাষীর সফল ভাষা।

°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°
বড়লেখা, মৌলভীবাজার ;
০৪ মার্চ ২০২০; রাত ১১.৫০ টা।